রোহিঙ্গাদের জন্য আরও ২৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

0
109

খবর ৭১: রোহিঙ্গাদের জন্য আরও ২৬ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, বাংলাদেশ ও এ অঞ্চলের রোহিঙ্গা শরণার্থী, চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারের মানুষ এবং মিয়ানমার থেকে উদ্বাস্তুদের আতিথেয়তাকারী সম্প্রদায়ের জন্য অতিরিক্ত মানবিক সহায়তায় আরও ২৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের মোট সহায়তা প্রায় ২.১ বিলিয়ন মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন এ সহায়তা তহবিল বাংলাদেশ-মিয়ানমার উভয় সীমান্তের ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহার করা হবে। যা একইভাবে আমাদের মানবিক অংশীদারদের সুযোগ দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here