আরও এক পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

0
155
অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ২০ কর্মকর্তা

খবর ৭১: চাকরির মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই পুলিশ সুপার পদ মর্যাদার এক কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তার নাম মো. মুনির হোসেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতির পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো.আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়।
মো. মুনির হোসেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের ১৯ জুলাই মুনির হোসেনকে ওএসডি করে সদরদপ্তরে রাখা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মুনির হোসেনকে (বিপি-৬৪৯৫১০৫৫৭৮) (১৯-০২-২০১১ হতে ওএসডি, পুলিশ অধিদপ্তর) সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here