করতোয়া নদীর পাড়ে স্বজনদের আহাজারি

0
140

খবর৭১ঃ পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঘটনাস্থল রয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। মুঠোফোনে তিনি বলেন, ‘করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজ চলছে। এখন পরর্যন্ত ২৪ জনের প্রাণহানি হয়েছে।’

এদিকে নৌকাডুবির ঘটনায় করতোয়া পাড়ে ভিড় করছেন হাজারো মানুষ। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে এসেছে এলাকার পরিবেশ। নৌকায় ছিলেন এমন স্বজন-পরিজনদের খোঁজে তারা হন্যে হয়ে ছুটছেন।

দুর্ঘটনাস্থল আউলিয়া ঘাট এলাকা থেকে জেলা প্রতিনিধি শফিকুল আলম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারে কাজ চালাচ্ছেন। নদীর পাড়ে হাজার হাজার মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা বলছেন, মহালয়া উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা নদী দিয়ে নৌকাযোগে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। আওলিয়ার ঘাট এলাকার মাঝ নদীতে এসে নৌযানটি ডুবে যায়।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী বলেন, ‘ওই নৌযানে ১০০ থেকে ১২০ জন যাত্রী ছিল বলে আমরা প্রাথমিক ভাবে তথ্য পেয়েছি।’

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এছাড়া শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও ছিল বেশি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here