ঢাবিতে র‌্যাগ ডের পরিবর্তে এখন থেকে ‘শিক্ষা সমাপনী উৎসব’

0
146

খবর৭১ঃ র‌্যাগ ডে নিষিদ্ধের পর স্নাতক শেষে শিক্ষা সমাপনী উৎসব প্রচলনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আর এই উৎসবের জন্য আটটি নিয়ম চূড়ান্ত করেছে ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম (সিন্ডিকেট)।

বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হয়। একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

‘শিক্ষা সমাপনী উৎসব’করতে নতুন ৮টি নিয়ম চূড়ান্ত করা হয়েছে তার মধ্যে আছে—র‌্যাগ ডের পরিবর্তে একদিনের এ অনুষ্ঠানটির নামকরণ হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’; সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে সভা করে অনুষ্ঠানসূচি চূড়ান্ত করবেন; স্ব-স্ব বিভাগ বা ইনস্টিটিউটের ভবন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান করা যাবে; ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমবেত হয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে করা যাবে।

অন্যান্য নিয়মের মধ্যে রয়েছে—ক্লাস চলাকালে উচ্চস্বরে বাদ্য-বাজনা পরিহার করতে হবে; বিভাগের বা ইনস্টিটিউটের সংশ্লিষ্টতায় দুপুরে অথবা রাতে আপ্যায়নের ব্যবস্থা করা যাবে; শিক্ষা সমাপনী উৎসবের দিন রাত ১০টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল র‌্যাগ ডে অনুষ্ঠানকে নিষিদ্ধ করে। র‌্যাগ ডের পরিবর্তে করণীয় নির্ধারণে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি শিক্ষা সমাপনী উৎসব করতে নীতিমালা তৈরি করে সিন্ডিকেটে অনুমোদনের জন্য উপস্থাপন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here