ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণে কমেছে পাকিস্তানের মুদ্রার মান

0
193

খবর৭১ঃ ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণে কমেছে পাকিস্তানি মুদ্রার মান। মঙ্গলবার সকালে দেশটিতে প্রতি ডলার ২০৩ দশমিক ৪৫ পাকিস্তানি রুপিতে বিক্রি হয়েছে। খবর ডনের।

জ্বালানির মূল্য পরিশোধে ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সুবিধায় ফেরা নিয়ে অনিশ্চয়তায় ডলারের দাম বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) জানিয়েছে, গত ২৬ মে পাকিস্তানি রুপির মান সর্বনিম্ন ২০২ রেকর্ড করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার সেই রেকর্ডও ছাড়িয়ে গিয়ে মুদ্রার মান ১ দশমিক ৩৭ শতাংশ বা ২ দশমিক ৭৭ রুপি কমে ২০২ দশমিক ৮৩ এ দাঁড়িয়েছে।

পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে খোলা বাজারে প্রতি ডলার ২০৪ রুপিতে বিক্রি হয়েছে।

আর্থিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণকারী পোর্টাল মেত্তিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের বলেন, জ্বালানির মূল্য পরিশোধ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের সঙ্গে রুপির দরপতন সম্পর্কিত।

বিশ্লেষকরা বলছেন, তেলের মূল্য পরিশোধ বাকি এবং আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানি রুপি বেশ চাপে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here