দুই বছর পর সীমান্ত খুলল অস্ট্রেলিয়া

0
261

খবর৭১ঃ করোনাভাইরাসের দুই ধরন যথাক্রমে ডেল্টা ও ওমিক্রনে আক্রান্ত হওয়ার সংখ্যা নিম্নমুখী হওয়ায় প্রায় দুই বছর পর সীমান্ত খুলে দিয়েছে অস্ট্রেলিয়া।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার দেশটির সীমান্ত আনুষ্ঠানিকভাবে খুলে দেয় দেশটির সরকার।এ দিন ৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে।এর মধ্যে ২৭টি ফ্লাইট দেশটির বৃহত্তম শহর সিডনির বিমাবন্দরে অবতরণ করবে।

২০২০ সালের মার্চ মাসে করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধির কারণে দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।

সাংবাদিকদেরকে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন,‘আজ খুব উত্তেজনাপূর্ণ দিন, মহামারির কারণে প্রথম সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে আমি আজকের এ দিনটির অপেক্ষায় ছিলাম।’

অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম খাত হচ্ছে পর্যটন। দেশটির কর্মীবাহিনীর প্রায় ৫ শতাংশ ৪৩ বিলিয়ন ডলারের এ খাতটিতে নিয়োজিত।

বিমানবন্দরে অস্ট্রেলিয়ার পর্যটনমন্ত্রী ড্যান টিহান ভ্রমণকারীদের অস্ট্রেলিয় খাবার ‘ডেজেমাইট’ ও স্টাফ করা কোয়ালা খেলনা উপহার দেন।

এর আগে গত নভেম্বর মাস থেকে দক্ষ অভিবাসী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও ব্যাগপ্যাকারদের আকাশপথে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। তারপর চলতি মাসে দেশটির সরকার সীমান্ত খুলে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল।

করোনাভাইরাসে দেশটিতে ৩০ লাখ ৪৭ হাজার ৬৪৫ জন আক্রান্ত হয়েছে।প্রাণ হারিয়েছে ৪৯২৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here