যাত্রী বোঝাই ফেরিতে আগুন

0
186

খবর৭১ঃ দুই শতাধিক যাত্রী বোঝাই একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রিস ও ইতালির মধ্যবর্তী আয়োনিয়ান সাগরে কর্ফুর কাছে এই ঘটনা ঘটে বলে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

গ্রিসের কোস্টগার্ড জানায়, ইতালির গ্রিমালডি লাইনসের মালিকানাধীন ওই ফেরিতে ২৩৯ জন যাত্রী ও ৫১ জন কর্মী ছিলেন। সব আরোহী লাইফবোটে উঠতে পেরেছেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি বলে বিবিস জানিয়েছে।

গ্রিস ও ইতালি, দুই দেশের নৌযানই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ইউরোফেরি অলিম্পিয়া নামের ফেরিটি গ্রিসের ইগোমেনিৎসা ছেড়ে ইতালীয় বন্দর ব্রিন্ডিসির দিকে যাওয়ার সময় ডেকে আগুন লাগে বলে জানা গেছে।

আগুন লাগার পর ক্যাপ্টেন যাত্রী ও ক্রুদের জাহাজ ছেড়ে যেতে বলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন।

সংবাদ সংস্থা এএনএ-এমপিএকে আয়োনিয়ান দ্বীপপুঞ্জের গভর্নর রডি ক্রাতসা-সাগারোপোলু বলেন, ফেরিটিতে মূলত ইতালীয় নাগরিকরা ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here