সৈয়দপুরে কবি লিপিকা লিপি’র মৃত্তিকায় সৃজন কবিতাগ্রন্থের জমকালো প্রকাশনা উৎসব

0
196

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
সৈয়দপুরে দীর্ঘদিন পর বসেছিল কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক প্রেমীদের আড্ডা।
তাদের মুখ থেকে বেরিয়ে এসেছে ইতিহাস ঐতিহ্যের নানা কাহিনী। জীবনের নানা স্মৃতি তুলে ধরার মাধ্যমে জমকালো আড্ডায় মেতে ওঠেন উপস্থিত সকলে। এমনটি হয়েছে গতকাল শুক্রবার শহরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট মিলনায়তনে। ওইদিন অনুষ্ঠিত হয় রংপুরের জনপ্রিয় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাতা প্রকাশের নতুন বই স্বভাবকবি লিপিকা লিপি’র প্রথম কবিতাগ্রন্থ মৃত্তিকায় সৃজন এর প্রকাশনা অনুষ্ঠান। কবি লিপিকা লিপির বর্তমান কর্মস্থল সৈয়দপুর। তিনি শহরের রহমতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এ কারণে তার লেখা কবিতাগ্রন্থ মৃত্তিকায় সৃজন এর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেন সৈয়দপুরে। বিকেলে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। বইটির প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জনপ্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সাংবাদিক রানা মাসুদ। এ আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট কবি রংপুরের জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক মাহবুবুল ইসলাম,সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,আওয়ামীলীগ নেতা প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান রাশেদ। মৃত্তিকায় সৃজনের প্রকাশনার অনুষ্ঠানকে নিয়ে আলোচনায় অংশ নেন প্রথম আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সাংবাদিক এম আর আলম ঝন্টু ও নারী উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী আহমেদা ইয়াসমিন ইলা, রংপুর ক্যান্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা জাহান বিউটির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন,রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক ও সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাতা প্রকাশ এর কর্ণধার জাকির আহমদ। এতে শুভেচ্ছা বক্তব্য বলেন, বিভাগীয় লেখক পরিষদের সিনিয়র সহ-সভাপতি এস এম. সাথী বেগম, রংপুর জেলা কমিটির সভাপতি এ. টি.এম মোর্শেদ, বাংলা বাড়ির প্রধান সম্পাদক ও পরিচালক মজনুর রহমান, লিপিকা লিপির পরিবারের সদস্য আক্তারুজ্জামান। কবির প্রকাশিত গ্রন্থ মৃত্তিকায় সৃজন থেকে আবৃত্তি করেন শিবলী রহমান। অনুষ্ঠানে দেশ গান পরিবেশন করে রহমতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিত সরকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক রেহানা খানম পলি, কবি মাসুদ বশীর, আসহাদুজ্জামান মিলন, নুর হোসেন, শামসুজ্জামান সোহাগ, শরিফুল আলম অপু, আদিল ফকির,লায়লা শিরিনা, মোর্শেদ সরওয়ার জুয়েল, আমির হোসেন প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে মোমবাতি প্রজ্বলন ও কেক কেটে প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধন এবং মৃত্তিকায় সৃজন এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠানে কবি লিপিকা লিপিকে পাঠানো দেশ-
বিদেশের শুভাকাঙ্ক্ষীদের ভিডিওবার্তা দিয়ে নির্মিত ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। উল্লেখ্য মৃত্তিকায় সৃজন কবি লিপিকা লিপির প্রথম কবিতাগ্ৰন্থ। এটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান রংপুরের পাতা প্রকাশ। প্রচ্ছদ করেন, রহমান ইমন। বইটি একুশে বইমেলাসহ দেশের অভিজাত বইয়ের দোকানে পাওয়া যাবে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here