ঢাবির ১ম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

0
126

খবর৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। নতুন ভর্তি হওয়া ১ম বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুরু হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাগুলো চলমান থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান বলেন, প্রথমবর্ষে ভর্তিকৃতদের কয়েকটি মাত্র ক্লাস হয়েছিল। আগামী ২২ তারিখ থেকে পুনরায় তাদের শ্রেণি কার্যক্রমে নিয়ে আসা হবে। আমাদের পরিকল্পনাগুলো করোনার সামগ্রিক পরিস্থিতের ওপর নির্ভর করবে। পরিস্থিতি আশানুরূপ হলে বাকি ক্লাসগুলোকেও এগিয়ে নিতে পারবো।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সরকারি বিধিনিষেধ না থাকলে সব বর্ষের ক্লাসগুলো আগামী ২২ ফেব্রুয়ারি থেকে নেওয়া হবে। বিধিনিষেধ কিছুটা থাকলেও প্রথমবর্ষের শিক্ষার্থীদের সরাসরি শ্রেণিকার্যক্রমে নিয়ে আসা হবে। কেননা, তারা অনেকটা পিছিয়ে পরেছে। এমনিতেই দেড় বছর পিছিয়ে গেছে।

তিনি আরও বলেন, টার্মিনাল পরীক্ষাগুলো আগের নিয়মে নির্দিষ্ট তারিখে নিয়ে নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here