বিশ্বে করোনা শনাক্ত কমেছে ছয় লাখ, কমেছে মৃত্যুও

0
138

খবর৭১ঃ মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মৃত্যু হয়েছে আট হাজারেরও বেশি মানুষের। এ সময়ে শনাক্ত হয়েছে ২২ লাখ ১৭ হাজারের কিছু বেশি। ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু দুটোই আগের দিনের তুলনায় কম।

রবিবার সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে আট হাজার ৩১৯ জনের, যা আগের দিনের চেয়ে প্রায় তিন হাজার কম।

করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫২ হাজার ৫০৫।

২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২২ লাখ ১৭ হাজার ৩৮৪ জন, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় লাখ কম।

মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯৯৬।

ওয়ার্ল্ডোমিটারে তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফ্রান্সে। দৈনিক মৃত্যুর দিকে থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পর ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, পোল্যান্ড ও মেক্সিকোতে বেশি মৃত্যুর ঘটনা ঘটে।

ফ্রান্সে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দুই লাখ ১৪ হাজার ৫৪২ জন এবং মৃত্যু হয়েছে ১৭০ জনের। ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছেন এক হাজার ৫১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here