উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে পদমর্যাদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির ৩য় ব্যাচের সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। ২৫ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার় প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ডিসিপ্লিন, ড্রেসকোড অনুসরণ করা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন কাজ করার জন্য নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, জেলা পুলিশের অন্যান্য সদস্যসহ, প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণার্থী বৃন্দ।