ছাতকে ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

0
214

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ এবং ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সরিষা প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে এসব সার, বীজ ও প্রদর্শনীর উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত সার, বীজ ও প্রদর্শনীর উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী, আনিসুর রহমান, আলাউদ্দিন, বিদ্যুৎ তালুকদার প্রমুখ। এসময় আওয়ামীলগি নেতা সামছুজ্জামান রাজা সহ উপকারভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ২ হাজর ৩শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ, ২ হাজার ৪শ’ কৃষকদের হাইব্রীড জাতের ধান বীজ এবং সরিষা প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here