শিক্ষার্থীদের হাফ ভাড়া আন্দোলন যৌক্তিক: তথ্য প্রতিমন্ত্রী

0
220

খবর৭১ঃ সব গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। গণপরিবহনে অর্ধেক ভাড়া এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী।

মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রীর তথ্য কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

এতে বলা হয়, সারা দেশের সব গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর বকশি বাজার মোড়ে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

চলমান এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলব। প্রতিমন্ত্রীর কথায় ছাত্র ছাত্রীর আশ্বস্ত হলে আন্দোলন স্থগিত করে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here