ইসরাইলে ব্যাপক সাইবার হামলা চালিয়েছে ‘মুসার লাঠি’

0
201

খবর৭১ঃ মুসার লাঠি নামে একটি হ্যাকার গ্রুপ ইসরাইলে বড় রকমের সাইবার হামলা চালিয়েছে।

সংগঠনটি বলেছে, তারা ইসরাইলের বড় বড় কোম্পানির সার্ভার ভেঙে দিয়েছে এবং বর্তমানে তাদের হাতে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যচিত্র রয়েছে, যা প্রকাশ করা হতে পারে। খবর দ্য রেকর্ডের।

মুসার লাঠি নামের হ্যাকার গ্রুপটি সোমবার জানিয়েছে, তারা ইসরাইলের বহু প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য তারা হাতিয়ে নিয়েছে।

হ্যাকার গ্রুপটি আরও জানিয়েছে, তাদের হাতে ইসরাইলের এয়ারবোর্ন ম্যাপিং সার্ভের তথ্য চলে এসেছে এবং ইহুদিবাদী ইসরাইলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ ভবনের থ্রিডি ছবি রয়েছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে যেসব স্থাপনার এরিয়াল ইমেজ পাওয়া কঠিন, তাদের হাতে এখন ইসরাইলের সেসব গুরুত্বপূর্ণ তথ্যও এসে পৌঁছেছে বলে দাবি মুসার লাঠির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here