ভাত বেশি খাওয়া নিয়ে আমি কোনো কথা বলিনি: কৃষিমন্ত্রী

0
271

খবর৭১ঃ ভাত বেশি খাওয়া কিংবা চালের দাম বৃদ্ধি নিয়ে কোনো কথা কোনোদিনই বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, আমি মানুষের পুষ্টির চাহিদা মেটানোর কথা বলেছি। ভাত বেশি খাওয়া কিংবা চালের দাম নিয়ে কোনো কথা আমি কোনো দিনই বলিনি, আমি এ প্রসঙ্গই আনিনি।

শুক্রবার সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত ‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১ বাংলাদেশে প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, মানুষের খাদ্য নিরাপত্তা একটি বিষয় ছিল। আমরা চাল জাতীয় খাবারে অনেকটা নির্ভরশীল। যদি ভালো আবহাওয়া থাকে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু এখন আমাদের লক্ষ্য হলো- পুষ্টিজাতীয় খাবার। এটি আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি, আমরা পুষ্টিজাতীয় খাবার এবং সি ফুড মানুষকে দেব। এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। এটা করার জন্য কৃষিকে আরও আধুনিক করতে হবে। মানুষের পুষ্টির চাহিদা মেটানোর কথা বলেছি। একটি পত্রিকা নিউজ করেছে, মানুষ ভাত বেশি খায় এজন্য চালের দাম বেড়ে গেছে। এ ধরনের কথা আমি কোনো দিনই বলিনি। আমি এ প্রসঙ্গই আনিনি।

তিনি বলেন, আমাদের সরকারের লক্ষ্য হলো- আগামী প্রজন্মকে সৃজনশীল ও মেধাবী করতে পুষ্টিজাতীয় খাবার দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here