মিরসরাইয়ে উদয়ন ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ২৫০ জনকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা

0
385

রেদোয়ান হোসেন জনি, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। করেরহাট উদয়ন ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় বুধবার (২৯ অক্টোবর) দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে। সকাল ৯টায় ক্যাম্পের উদ্বোধন করেন উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম।

এ সময় উপস্থিত ছিলেন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক খান, সাবেক সহসভাপতি আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ, সাবেক সহ সভাপতি দিলীপ বণিক, সভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক সম্পাদক মাকসুদ আলম শাহীন, সহ সভাপতি মোশারফ হোসেন, আশিস দাস, সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, প্রচার সম্পাদক সরওয়ার উদ্দিন, অফিস সম্পাদক মঞ্জুরুল কাদের মিরাজ, ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম, সাহিত্য সম্পাদক রাজিব কৃষ্ণ দে, সামাজিক সম্পাদক মাইন উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, কার্যকরী পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, রিপন দাস। সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ ক্লাবের সদস্য প্রমুখ।

ক্যাম্পে ২৫০ রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা দেন ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here