লিড করোনায় মৃত্যু বেড়েছে By Sanjida Akter Munni - October 17, 2021 5:08 pm 0 424 Share on Facebook Tweet on Twitter খবর৭১ঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩১৪ জন। একদিনে শনাক্তের হার ১.৭৪ শতাংশ। বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।