বিশ্বকাপে সুযোগ দেখছেন সাকিব সাকিবের কথায় আত্মবিশ্বাসী বিসিবি সভাপতি

0
193

খবর৭১ঃ অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্ধোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। সেখানে প্রথমে টাইগারদের পেরোতে হবে রাউন্ড পর্ব। সেখানের পরীক্ষা ঠিকঠাক উতরে যেতে পারলেই আসবে মূল বিশ্বকাপে খেলার সুযোগ। অবশ্য সাকিব-মাহমুদউল্লাহরা ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে ততটা পরিপক্ক না। তবুও তাদের নিয়ে আসন্ন বিশ্বকাপে আশা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার এমন আশার খোরাক জুগিয়েছেন দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান।

বিশ্বকাপে বাংলাদেশ দলের ‘ভালো সুযোগ আছে’ জানিয়ে বোর্ড প্রধানকে আশ্বস্ত করেছেন তিনি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে বিসিবি সভাপতি বলেছেন, ‘সাকিব আমাকে বলেছে, আমাদের (বিশ্বকাপে) এবার ভালো সুযোগ আছে। সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে, তার মানে দলের ওপরও তার আত্মবিশ্বাস আছে। যেটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ কয়েক মাসের ব্যবধানে খেলেছে ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে জয় ৯টিতেই। জিতেছে টানা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের যতটা প্রস্তুতি দরকার সেটা হয়নি বলে মনে করছেন বিসিবি প্রধান।

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা তা ঠিকঠাকমত করতে পারিনি। দেড়টা বছর আসলে আমাদের যা যা প্ল্যান মাথায় ছিল অরিজিনালি সেটা আমরা করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে। সুতরাং এটা একটা সমস্যা ছিল। আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা। প্রথম এক বছর তো গেছে প্যানিকড, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। সব মিলিয়ে আমি বলব না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও যতটুকু করতে পেরেছি আমি মনে করি, কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবে করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here