পাইকগাছার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ

0
190

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন ঢাকা এর রাজস্ব খাতের আওতায় ২০২১-২২ অর্থ বছরে উপজেলার ৩৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫৫০ কেজি রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়। রোববার সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং বিভিন্ন জলাশয়ে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা চ ল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল কান্তি সরদার, সুমন কুমার সেন ও নীলাদ্রী শেখর সরদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here