আফগানদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই বাংলাদেশের

0
124

খবর৭১ঃ যুক্তরাষ্ট্র সুপারিশ করলেও আফগানিস্তানের কিছু শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতিতে বাংলাদেশ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তবে আফগানিস্তানের জনগণের সমর্থন নিয়ে তালেবানরা সরকার গঠন করলে বাংলাদেশ তাদের সমর্থন দেবে বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। এসময় অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সবসময় গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করে, তালেবান সরকার যদি জনগণের সরকার হয় তাহলে তাদের সমর্থন দেওয়া হবে। তবে এখনো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।’

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিয়েই এমনিতে বাংলাদেশ নানা সমস্যায় মধ্যে রয়েছে, এ অবস্থায় আবার আফগান শরণার্থীদের জায়গা দেওয়া সম্ভব নয়।’

আগামীতে সার্কভুক্ত দেশ আফগানিস্তানের স্মরণার্থীদের আশ্রয় দিলে বিষয়টি ভেবে দেখা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে আফগানিস্তানে আবার তালেবান শাসন ফিরে আসার প্রেক্ষাপটে দেশটির কিছু নাগরিককে বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এই প্রস্তাব ঢাকা নাকচ করে দেয়।

সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানান। তবে বাংলাদেশ এই অনুরোধ রাখতে পারেনি বলে জানান মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here