রওশন এরশাদ আইসিইউতে

0
222

খবর৭১ঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে মামুন হাসান বলেন, ‘পরশু রাতে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। আগেও এই সমস্যা ছিল।’

সহকারী একান্ত সচিব বলেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি।’

রওশন এরশাদ দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এজন্য অনেক দিন ধরে সংসদ অধিবেশনও যোগ দেন না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও তাকে দেখা যায় না।

গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিরোধী দলীয় নেতাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে। পরে আবার বাসায় গিয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here