এরদোগান-রাইসি ফোনালাপে ইসরাইল প্রসঙ্গে যে কথা হল

0
213

খবর৭১ঃ ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়া তেহরান ও আঙ্কারার অবিচ্ছেদ্য যৌথ এজেন্ডা বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি।

ইরনা জানিয়েছে, এদিন সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে ফোন করেন। এসময় দু’দেশের সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।

ফোনালাপে রাইসি বলেন, তেহরান ও আঙ্কারার মধ্যকার সহযোগিতা মুসলিম উম্মাহর জন্য অনেক সুবিধা বয়ে আনতে পারে। এতে মুসলিম বিশ্বের পাশাপাশি আঞ্চলিক উন্নতি, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রেও লাভ হবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন থেকে অসহায় ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহযোগিতার বিষয়টি এই যৌথ এজেন্ডা থেকে কখনও মুছে যাবে না।

তুরস্কের সাম্প্রতিক দাবানল নেভানোর ক্ষেত্রে ইরান যে সহযোগিতা করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট এরদোগান।

তিনি আশা করেন ইরান এবং তুরস্কের যৌথ কার্যাবলী সম্পাদনের জন্য গঠিত সুপ্রিম জয়েন্ট কোঅপারেশন কাউন্সিলের বৈঠক শিগগিরই তেহরানে অনুষ্ঠিত হবে এবং অল্প সময়ের মধ্যেই ইরানের রাজধানীতে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন প্রেসিডেন্ট এরদোগান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here