ভিডিও ধারণ করতে গিয়ে ইউটিউবারের মৃত্যু

0
302

খবর৭১ঃ ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ধারণ করার সময় ৬০০ ফুট উচু পর্বত থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ইউটিউবেরর।

অ্যালবার্ট ডাইরলন্ড নামের ডেনমার্কের ওই তরুণ ইউটিউবার ইতালির ভ্যাল গার্ডেনায় মাউন্ট সেসিডায় গিয়ে তার মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও করার সময় ৬০০ ফুট নিচে পড়ে যান বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। অ্যালবার্টকে উদ্ধারের জন্য হেলিকপ্টার পাঠানো হলেও তাকে বাঁচানো যায়নি।

ইউটিউব ও ইনস্টাগ্রামে অ্যালবার্টের দুই লাখের বেশি অনুসারী আছে। সেখানে তিনি বিভিন্ন মিউজিক ভিডিও ও কমেডি স্কেচ পোস্ট করতেন।

ঝুঁকিপূর্ণ জায়গায় ভিডিও ধারণ করার সময় সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। কয়েকদিন আগেই চীনের এক ২৩ বছর বয়সী সোশ্যাল ইনফ্লুয়েন্সার ১৬০ উঁচু জলপ্রপাত থেকে পরে মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here