সুন্দরগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

0
152

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় বাবুল আহমেদ নামে থানা বিএনপি’র সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত বিএনপি নেতা বাবুল আহমেদকে আদালতে পাঠানো হয়। এরআগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়। এতে সুন্দরগঞ্জ পৌরশহরের পূর্ব-বাইপাস মোড় (২নং ওয়ার্ড) সংলগ্ন বসতবাড়ি থেকে বাবুল আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিএনপি নেতা বাবুল আহমেদ মৃত আঃ খালেকের ছেলে। গত ২৬ মার্চ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা নিয়ে বিএনপি’র ২ গ্রুপে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে ৪ পুলিশ আহত হন। এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়া, বেলকা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সানোয়ার হোসেন ওরফে বড় বাবুর পক্ষে তার ভাই উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সারোয়ার হোসেন ওরফে ছোট বাবু বাদী হয়ে আরও একটি মামলা করেন। এ ২ মামলার প্রধান আসামী বিএনপি নেতা বাবুল আহমেদকে গ্রেপ্তার পূর্বক আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই সেলিম রেজা জানান, গত ২৬ মার্চের ঘটনায় পৃথক ২টি মামলার প্রধান আসামী বাবু আহমেদ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক।
থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোজহারুল ইসলাম জানান, ২টি মামলায় বাবুল আহমেদসহ অন্যান্য আসামী দলীয় লোকজনকে আইনগত প্রক্রিয়া জামিনের প্রচেষ্টা চলছে।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here