এবার আরাফাত ময়দানে খুতবা পড়বেন শায়েখ ড. বান্দার বালিলা

0
175

খবর৭১ঃ

এবারের হজে আরাফার ময়দানে খুতবা পড়ার জন্য নিযুক্ত করা হয়েছে শায়েখ ড. বান্দার বালিলাকে।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদ রাজকীয় এক ফরমানে শায়েখ ড. বান্দার বালিলাকে খুতবার জন্য নিযুক্ত করেন।

মক্কার বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি উম্মুল কুরা থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন বান্দার বালিলা।

এরপর একই ইউনিভার্সিটি থেকে ইসলামি আইন নিয়ে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন।

এরপর বিশ্ববিখ্যাত মদিনা ইসলামি ইউনিভার্সিটির শরীয়া অনুষদ থেকে ইসলামিক আইন নিয়ে ডক্টরেট করেন।

২০১৩ সাল থেকে তিনি মসজিদ আল-হারামে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি তায়েফ ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০১৯ সাল থেকে মসজিদ আল-হারামে খতিব হিসেবে দায়ীত্ব পান বান্দার বালিলা। ২০২০ সালের রবিউল আউয়াল মাসে সৌদী আরবের সিনিয়র স্কলার কাউন্সিলের সদস্য হিসেবে মনোনিত হন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here