যেকোনো সময় পৃথিবীতে আছড়ে পড়তে পারে সৌর ঝড়

0
193

খবর৭১ঃ যেকোনো সময় পৃথিবীতে আছড়ে পড়তে পারে দ্রুতগতির সোলার ঝড়। সোমবার এটি পৃথিবীতে আছড়ে পড়ার কথা রয়েছে। তবে বিশেষজ্ঞরা এর ওপর গতিবিধিল ওপর রেখেছেন।

স্পেসওয়েদার ওয়েবসাইট জানিয়েছে, ১৬ লাখ কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এ সৌর ঝড়টি।

বলা হচ্ছে, সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উত্তপত্তি হয়েছে। ঝড়ের দৃশ্য দেখা যেতে পরে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে। কয়েক মাস ধরেই সূর্যের মধ্যে অস্থিরতার আভাস পেয়েছেন বিশেষজ্ঞরা।

স্পেসওয়োদর ওয়েবসাইটের বরাত দিয়ে হিন্দু্তান টাইমস জানিয়েছে, পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এতে অনেক জায়গায় বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থাও।

বলা হচ্ছে, সৌর ঝড়ের প্রভাবে উপগ্রহের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বিচ্ছিন্ন হতে পারে রেডিও সিগ্যানালও।

সৌর ঝড় সম্পর্কে যা জানা যাচ্ছে

চলতি বছরের মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেছিলেন, কয়েক লাখ টন প্রচণ্ড উত্তাপ গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস রয়েছে, যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। যদিও এটি সরাসরি পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা কম বলে ধারণা বিজ্ঞানীদের।

১৯৮৯ সালের মার্চ মাসে কুইবেকে সৌর ঝড়ের ফলে প্রদেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়, যা নয় ঘণ্টা স্থায়ী ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here