সুন্দরবনে কীটনাশক জব্দ, অনু প্রবেশকৃতদের ব্যবহৃত নৌকা ধ্বংস

0
335

স্টাফ রিপোটার,বাগেরহাট: সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার প্রস্তুতিকালে নৌকাসহ কীটনাশক জব্দ করেছে বন বিভাগ। মঙ্গলবার (৬ জুলাই) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে অভিযান চালিয়ে নৌকা ও কীটনাশক জব্দ করে বনরক্ষীরা। এসময় নৌকায় থাকা তিন ব্যক্তি পশুর নদীতে লাফিয়ে পালিয়ে যায়। পরে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দ নৌকাটিকে ভেঙ্গে ফেলে বন রক্ষীরা।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এনামুল হক বলেন, নিয়মিত অভিযানের সময় সুন্দরবনের পশুর নদীতে একটি নৌকায় তিন ব্যক্তিকে দেখতে পায় বনরক্ষীরা। বনরক্ষীরা তাদের ধাওয়া দিলে নৌকা থেকে লাফিয়ে তারা পালিয়ে যায়। এসময় নৌকা ও নৌকায় থাকা ১৬ বোতল ও ৬ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
এর আগে সোমবার ভোরে সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ এক ব্যক্তিকে আটক করে বনবিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here