সৈয়দপুরে ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিবন্ধি যুবকের পাশে দাড়ালেন যুবলীগ নেতা ফিরোজ

0
617

মিজানুর রহমান মিলন সৈয়দপুর : নীলফামারীর সৈয়দপুরে দিনেদুপুরে টাকা ছিনতাইয়ের ঘটনায় নিঃস্ব হয়ে পড়া প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী ভুট্টু পারভেজের (৩২) পাশে দাড়ালেন সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. মোস্তফা ফিরোজ।

আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাব চত্বরে ভুট্টু পারভেজের হাতে ব্যবসা পরিচালনা করতে পুঁজি ও হুইল চেয়ার মেরামতের জন্য ৪ হাজার টাকা তুলে দেন তিনি। তিন সদস্যের পরিবারের ভরণপোষণের জন্য উপার্জন করা ওই প্রতিবন্ধী যুবকের টাকা ছিনতাইয়ে নিঃস্ব হওয়ার খবরে সহযোগিতার হাত বাড়ান যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ। প্রসঙ্গতঃসৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকার গোলাম মোস্তফা’র শারীরিক প্রতিবন্ধি পুত্র মো. ভুট্টু পারভেজ কারও কাছে হাত না পেতে সংসার চালাতে হুইল চেয়ারে বসে বিভিন্ন এলাকায় দোকানে দোকানে পাইকারি হিসেবে মুদি পণ্য সরবরাহ করতেন।প্রতিদিনের মতো গতকাল রবিবার (৫ জুলাই) বিকেলেও শহরের উপকন্ঠ ঢেলাপীর বাজারে বিভিন্ন মালামাল বিক্রি করে মিস্ত্রীপাড়া বাইপাস মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল সে। কিন্তু ওই পথে ওয়াপদা মোড়ের রেলক্রসিংয়ের সামনে এলে হঠাৎ করে সড়কের পাশ থেকে এসে মাস্ক পড়া তিন যুবক ধারালো ছুরি দেখিয়ে ভুট্টুর পথরোধ করে। এসময় তার কাছে থাকা মালামাল বিক্রির ২ হাজার ৭শ’ টাকা ছিনিয়ে নেয়। এসময় অসহায় প্রতিবন্ধি ভুট্টু চিৎকার করলে ছিনতাইকারীরা তার হুইল চেয়ারের একটি পার্টস ভেঙ্গে পালিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। আর ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিবন্ধি ভুট্টু পারভেজের টাকা ছিনতাইয়ের সংবাদ জানতে পেরে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ ভুট্টুর হাতে ব্যবসার পুঁজি ও হুইল চেয়ার মেরামতের জন্য ওই টাকা দেন তিনি। এদিকে প্রতিবন্ধির টাকা ছিনতাইয়ের ঘটনায় আজ মঙ্গলবার সৈয়দপুর থানায় মামলা করেছেন ছিনতাইয়ের শিকার ভুট্টু পারভেজ। সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,
ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। দ্রুতই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here