হামাস নেতাদের হত্যা করে প্রতিশোধ নেওয়ার হুমকি ইসরাইলের!

0
334

খবর৭১ঃ ফিলিস্তিনের হামাস নেতাদের হত্যা হত্যা করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী ইয়াসরাইল কার্তজ। তিনি বলেন, গাজা থেকে কোনো রকেট হামলা হলে হামাস নেতাদের হত্যা করা হবে।

রোববার তিনি স্থানীয় একটি রেডিও স্টেশনে গাজার হামাস নেতাদের উদ্দেশ্যে এ হুমকি দেন।

তিনি বলেন, কোনো রকেট যদি ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহরে বিস্ফোরণ ঘটে তাহলে হামাস নেতাদের হত্যা করে প্রতিশোধ নেওয়া হবে। তিনি জানান, শুক্রবার ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতির বিষয়টি অনুমোদনের আগে ইসরাইলি নীতির বিষয়ে সম্মতি প্রদান করা হয়।

কার্তজ আরও বলেন, গাজার পুর্নগঠন বিষয়টি শর্তসাপেক্ষ। যেসব ইসরাইলি সেনা ফিলিস্তিনি অঞ্চলে নিখোঁজ রয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার পরেই গাজা পুর্নগঠন করা যাবে।

গত শুক্রবার মিসরের মধ্যস্থতায় ১১ দিন ব্যাপী চলা ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাত বন্ধ হয়।

ফিলিন্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, এ সংঘাতে কমপক্ষে ২৪৮ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে ৬৬ জন ও ৩৯ জন নারী রয়েছেন। এ ছাড়া ২ হাজারের কাছাকাছি ফিলিস্তিনি নাগরিক আহত হন।

অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা থেকে রকেট হামলায় ১৩ ইসরাইলি ফিলিস্তিনি নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here