পাইকগাছা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
244

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় পাইকগাছা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক প্রস্তুতি সভা শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা অনুযায়ী উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে “যশ” নামে ঘূর্ণিঝড় উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে পৌছাতে পারে। এমতবস্থায় সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জরুরী ভিত্তিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। যার মধ্যে উপজেলার সকল ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, প্রতিটি আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ খাবার পানি ও শুকনা খাবার মজুদ রাখা, নিয়ন্ত্রণ কক্ষ খোলা, যার মোবাইল নং- ০১৯৬৯-৬৫৫৮৮৮, টেলিফোন নং- ০৪০২৭-৫৬০৪২। মেডিকেল টিম গঠন, ইউনিয়ন পর্যায়ে ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষ খোলা, যানবাহন প্রস্তুত রাখা, সিপিপি টিমকে প্রস্তুত রাখা সহ জরুরী প্রয়োজনে টোল ফ্রি ১০৯০ নম্বরে যোগাযোগ করার কথা বলা হয়।

আজ শনিবার পাইকগাছায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আজ ২২ মে শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাইকগাছায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী জানান, পাইকগাছা উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনের নষ্ট পোল পরিবর্তন, নষ্ট ক্রস আর্ম পরিবর্তন, জাম্পারিং রক্ষনাবেক্ষন এবং ৫নং ফিডারের ফিডার মিটারিং এর কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহক সহ সর্বসাধারণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here