ভ্যাকসিন ছাড়া সৌদি আরবে গেলে বাধ্যতামূলক ৭ দিন কোয়ারেন্টিন

0
386

যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নেননি, তারা সৌদি আরবে প্রবেশ করলে ৭ দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটলের খরচ নিজেকেই বহন করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি সরকারের এ নিয়ম ২০ মে থেকে কার্যকর হবে।

সৌদি আরবে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে ঢাকা থেকে ফ্লাইটে উঠতে পারবেন। সৌদিতে পৌছানোর পর আরও ২ বার করোনা টেষ্ট করতে হবে। প্রথমবার করতে হবে সৌদি আরবে পৌছানোর ২৪ ঘন্টার মধ্যে। ৬ষ্ঠ দিনে আবারও করোনা টেষ্ট করা হবে। করোনা টেষ্ট করার খরচ যাত্রীকেই বহন করতে হবে। ২বার টেষ্টে নেগেটিভ রিপোর্ট আসলে হোটেলে কোয়ারেন্টিন থেকে ৭ম দিনে নিজের বাসায় যাওয়া যাবে।
আর যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। ফাইজার- বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্না ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ১ ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বদলে বাসায় কোয়ারেন্টিনে থাকার সুবিধা পাবেন।এখানেই শেষ নয়, সৌদি আরবে যাওয়ার আগে আপনার মেডিকেল ইন্সুরেন্স করতে হবে। সেই ইন্সুরেন্সের আওতায় থাকতে হবে আপনি করোনা আক্রান্ত হলে চিতিৎসা ব্যয় বহন করার।
খবর ৭১কে এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ১০ মে সৌদি আরবের জেলারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এ নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং এয়ারলাইন্সের মাধ্যমে করতে হবে। ফলে বাংলা এভিয়েশনের পক্ষ থেকে পরামর্শ, আপনার ফ্লাইট যদি ১৯ মে’র পরে হয়, তাহলে দ্রুত আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। হোটেল বুকিং ও ইন্সুরেন্স করা ছাড়া আপনি সৌদি আরবে যেতে পারবেন না।
আপনি যদি মিথ্যা তথ্য দেন কিংবা নিয়ম না মানেন, তাহলে শাস্তি দিয়ে দেশে পাঠিয়ে দিবে সৌদি সরকার।
এছাড়া সকলকেই সৌদি আরবে করোনাভাইরাস সম্পর্কিত সকল ব্যাবস্থা ও বিধিনিষেধ মেনে চলতে হবে। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে ৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। যদি সেই ব্যাক্তি প্রবাসী হয়, তবে তাকে শাস্তি দেওয়া পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে এবং সে আর কোন দিন সৌদি আরবে আসতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here