৫ মে পর্যন্ত সীমিত পরিসরেই চলবে ব্যাংক

0
185

খবর ৭১: আগামী ৫ মে পর্যন্ত সরকারের কঠোর বিধি-নিষেধ মেনে সীমিত পরিসরেই ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ৭ দিন সীমিত পরিসরে আগের সময় সূচি অনুযায়ী চলবে ব্যাংকের কার্যক্রম।

বুধবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত লেনদেনের সময় ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারণ করেছিলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকাল তিনটা পর্যন্ত খোলা রাখতে পারবে।

সার্কুলারে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকের সান্ধ্যকালীন ও সাপ্তাহিক ছুটিকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখতে হবে। এছাড়া এজেন্ট ব্যাংকিং সেবার কার্যক্রম কীভাবে চলবে, ব্যাংকগুলো তা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। একই সময়ে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ ও অনলাইন ব্যাংকিং কার্যক্রম সার্বক্ষণিক চালু রাখতে উদ্যোগ নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here