মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী আহত

0
284

খবর৭১ঃ

আওয়াল, মদন থেকেঃ নেত্রকোনার মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিরিন আক্তার (৪০) নামে এক নারী অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

গুরুতর আহত শিরিন আক্তারকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তিনি বাস্তা গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী।

এ সময় ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।

খবর পেয়ে মদন উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাস্তা গ্রামের কৃষক ছহিম উদ্দীনের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে এই দুর্ঘটনাটি ঘটেছে।

তারা জানায়, কৃষক নূরুল ইসলাম, রহিম উদ্দীন, রোকন উদ্দীন ও এহসান মিয়ার বসত ঘর ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মদন উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কিছুক্ষণের আগুনে ৫ কৃষকের পরিবারে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here