খালেদা জিয়া এখন ভালো আছেন

0
263

খবর ৭১: করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত তিনি ভালো আছেন। তার শরীরে জ্বর নেই। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাসও নিতে পারছেন।

সোমবার (১৯ এপ্রিল) খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা রোববার রাতে যেমন ছিল, এখন তেমনই আছে। অর্থাৎ তার অবস্থা স্থিতিশীল। তার শরীরে আজ করোনার কোনো লক্ষণ নেই।’

খালেদা জিয়া মানসিকভাবে শক্ত আছেন উল্লেখ করে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘আমরা তাকে শ্বাস-প্রশ্বাস ব্যায়ামের পরামর্শ দিয়েছি। তার ব্লাড সুগারসহ অন্যান্য যেসব প্যারামিটার রয়েছে সেগুলো ঠিক আছে। খালেদা জিয়ার কাশি নেই, গলা ব্যথা নেই।’

হাসপাতালে নেওয়া বা কোনো স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সব পরীক্ষা করেছি। রিপোর্ট ভালো এসেছে। সবচেয়ে বড় কথা-খালেদা জিয়া নির্দ্বিধায় আমাদের সঙ্গে কো-অপারেশন করছেন।’

পরিবারের পক্ষ থেকে কেউ খোঁজ রাখছে কি না এমন প্রশ্নের জবাবে ডা. সিদ্দিকী বলেন, ‘প্রতিনিয়ত সবাই খোঁজ-খবর নিচ্ছেন। সার্বক্ষণিক তারা (তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান) যোগাযোগ রাখছেন। তিনি আমাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।’

গত ১০ এপ্রিল করোনা পরীক্ষা করান বিএনপি চেয়ারপারসন। পরদিন পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন তিনি। বেগম জিয়ার পাশাপাশি তার বাসার আরও আটজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here