জ্বালানি চাহিদা মেটাতে ইরানের শরণাপন্ন হচ্ছে পাকিস্তান

0
235

খবর৭১ঃ
ইরান থেকে জ্বালানি সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার ইসলামাবাদে দু’দিনব্যাপী নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি আগ্রহের কথা জানান বলে ইরনার খবরে বলা হয়েছে।

ইমরান খান বলেন, ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী এবং জ্বালানিসমৃদ্ধ দেশ। এই দেশটি থেকে পাকিস্তান তার জ্বালানি চাহিদা মেটাতে পারে।

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশগুলোতে শান্তি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি টেকসই হয় না। আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ছাড়া কখনোই আমাদের কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থানের সুবিধা নিতে পারব না।

এ সময় আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করে ইমরান খান বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য বিশেষ করে চীন থেকে পাকিস্তান হয়ে মধ্য এশিয়ার বাণিজ্য রুটের নিরাপত্তার জন্য আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here