মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0
202

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর কাটাবিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) বিকেলে মস্তাননগর কাটাবিল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সততা সংঘ আয়োজিত প্রীতি ম্যাচে ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে অবিবাহিত ফুটবল একাদশ জয়ী হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাষ্টার।
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসানের সভাপতিত্বে ও জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মোশারফ এইচ সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিধান কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনুর হোসেন শাহীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক মালুম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আমিন, ইউপি সদস্য মজিবুল হক, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম সুজন, আমীর হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোপাল চন্দ্র নাথ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আমিন ভুট্টো, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফিকুর রহমান, আবুল বশর মেম্বার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ, আওয়ামী লীগ নেতা সিরাজ বাঙ্গালী, মজিবুল হক সওদাগর, ইউসুফ হাজারী প্রমুখ।

প্রধান অতিথি রেজাউল করিম মাষ্টার তাঁর বক্তব্যে বলেন, ‘সঠিক নেতৃত্ব দিয়ে যুব সমাজকে গড়ে তুলতে হবে। খেলাধুলা তরুনদের সুস্থ্যভাবে বেড়ে উঠতে বড় ভূমিকা রাখে। খেলাধুলা একজন যুবককে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় শেখায়, তার মধ্যে দায়িত্ববোধ ও কর্তৃব্যপরায়ণতা তৈরি করে। বর্তমান সরকার খেলাধুলার প্রসারে আন্তরিকভাবে চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় অভিভাবক সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাইয়ের আগামীর কান্ডারী বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে জোরারগঞ্জ ইউনিয়নে প্রায় ৫ লাখ টাকার খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেছি কারণ যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here