এনআইডি দেখিয়েই টিকা নিলেন অনেকে

0
234

খবর৭১ঃ

প্রতিদিনই বাড়ছে করোনার টিকা গ্রহীতার সংখ্যা। সারাদেশে করোনা ভাইরাসের গণ টিকাদান শুরুর চতুর্থ দিনে গতকাল বুধবার ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন।

৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা দেন ৩১ হাজার ১৬০ জন বা ৮.৯ শতাংশ। ৮ ফেব্রুয়ারি টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন যা ১৩.২৯ শতাংশ। তৃতীয় দিন টিকা নিয়েছেন ১,০১০৮২ জন বা ২৮.৮ শতাংশ। নিবন্ধন না করেও এনআইডি দেখিয়ে গতকাল অনেকে টিকা নিয়েছেন। এদিকে টিকা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনেক নিবন্ধনকারী টিকা না নিয়ে ফেরত গেলেন।

গত চার দিনে সারাদেশে ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন টিকা নিয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনে বিনামূল্যে প্রয়োগ গত রবিবার থেকে সারাদেশে শুরু করেছে সরকার। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২-৩০টা পর্যন্ত চলে টিকাদান। এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ২৭৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস (মেডিক্যালে ইনফরমেশন সার্ভিসেস)। গতকাল ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতাল থেকে ১৯ হাজার ১১৫ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরাও রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here