শৈলকুপাসহ ঝিনাইদহ শহরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত’র অভিযান

0
316

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে র‌্যাব ঢাকা কুর্মিটোলা সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এবং ওষুধ প্রশাসনের মো: রেহান হাসান শহরের বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করে ০২ টি মিষ্টি কারাখানা ও ০১ টি বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন কারখানায় অস্থাস্থ্যকর পরিবেশ এবং ০১ টি কসমেটিক্স গোডাউনে নকল কসমেটিক্স মজুত করায় ০৪ জন অভিযুক্ত’কে ৩,৭০,০০০/-(তিন লক্ষ সত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন।

এর মধ্যে গোলাম মোস্তফা (৫৫), মোস্তফা কসমেটিকস, শৈলকুপা ৬০,০০০/= হাজার টাকা, সুব্রত ঘোষ (৫৫) বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার ৮০,০০০/= হাজার টাকা, রবি ঘোষ (৩৬), ঘোষ মিষ্টান্ন ভান্ডার ১,৫০,০০০/ হাজার টাকা ও শেখ জামান আহমেদ ( ৩২), হীরা বেকারী এন্ড কারখানা ৮০,০০০/= হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণে ভেজাল খাদ্য সামগ্রী এবং বিপুল পরিমাণে নকল ও অননুমোদিত কসমেটিক্স সামগ্রী ম্যাজিষ্ট্রেট কর্তৃক ধ্বংস করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here