হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার দুই ‘সেলিম’র লড়াই

0
211
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার দুই ‘সেলিম’র লড়াই

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার জমে উঠবে দুই সেলিমের লড়াই। নামের সাদৃশ্য থাকলেও দু’জন দু’মেরুর বাসিন্দা। একজন সরকারী দল আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, আর অপরজন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি’র জেলা যুগ্ম-আহবায়ক এডভোকেট এনামুল হক সেলিম।

গতকাল শনিবার স্ব-স্ব দলের মনোনয়ন বোর্ডের সভায় তাদেরকে মনোনয়ন দেয়া হয়। দু’দলের দায়িত্বশীল সূত্রই বিষয়টি নিশ্চিত করেছে। যদিও চুনারুঘাটের মত প্রার্থী পরিবর্তনের শঙ্কা বিদ্যমান বিএনপি শিবিরে।

দলের দূর্দিনের কান্ডারী আতাউর রহমান সেলিম তিলে তিলে উঠে এসেছেন তৃনমূল থেকে। পৌর ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগ সভাপতি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও রেড ক্রিসেন্ট হবিগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত পৌর নির্বাচনেও ছিলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী।

এককালের তুখোড় ছাত্রনেতা এডভোকেট এনামুল হক সেলিম বৃন্দাবন সরকারী কলেজ ছাত্র সংসদের জিএস, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপালনসহ বর্তমানে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-৩ আসনে বিএনপি’র বিকল্প প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি। হবিগঞ্জ পৌর সভায় ভোট হবে ইভিএম- এ।

প্রসঙ্গত, ১৮৮১ সালে প্রতিষ্ঠিত ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হবিগঞ্জ পৌর সভার আয়তন ৯.৫০ বর্গ কিলোমিটার। প্রথম শ্রেণির এ পৌর সভায় মোট জনসংখ্যা প্রায় লক্ষাধিক। ভোটার সংখ্যা প্রায় অর্ধলাখ। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here