যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ ৬, ২২ জনকে জীবিত উদ্ধার

0
447
যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ ৬

খবর৭১ঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নৌকাডুবি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬ জন নিখোঁজ রয়েছেন। হলকারচরের বাসিন্দা মাইনদ্দিনের শিশু কন্যা মমতা (৭)সহ মোট ২২ জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। উপজেলার চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফিরছিলেন ওই নৌকার যাত্রীরা।

বর্তমানে উদ্ধারকৃত শিশু মমতা সারিয়াকান্দি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন বাহাদুরাবাদ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ঈদ উপলক্ষে সরকার প্রদত্ত ভিজিএফের চাল নিয়ে ২৮জন যাত্রী উপজেলার যমুনা নদীর ফুটানি বাজার ঘাট থেকে টিনেরচর ও হলকারচরের উদ্দেশ্যে যাত্রা করে। নৌকাটি প্রায় ৩কিলোমিটার যাওয়ার পর হঠাৎ পানিতে ডুবে যায়। নৌকাডুবির ঘটনাটি স্থানীয়রা দেখে বেশ কয়েকটি নৌকা নিয়ে দ্রুত যাত্রীদের উদ্ধারে সেখানে পৌঁছান। পরে জামালপুর ও দেওয়ানগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন।

এদিকে নৌকার মাঝি মো. মনোয়ার হোসেন সাঁতার কেটে নদীর পূর্বপাড়ে উঠতে সক্ষম হন। উদ্ধারকারীরা এ পর্যন্ত ২২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে নিশ্চিত করেছেন, জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. নুরুদ্দিন অলি।

তিনি জানান, উদ্ধার যাত্রীদের মধ্যে হলকারচর গ্রামের বাসিন্দা শহীদ শিকদার (৪৫), দুলাল উদ্দিন (৩০), কাঞ্চন মালা (৪৫), রেজিয়া খাতুন (৪৫), আকন বিবি (৬৫) ও শিশু নয়ন (৮) রয়েছে। নিখোঁজের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হক খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here