শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ নারী রোহিঙ্গা আটক

0
394

খবর ৭১: জালিয়াতি করে বাংলাদেশের পাসপোর্ট নেয়ার পর বিদেশ যাচ্ছিলেন দুই রোহিঙ্গা নারী। কিন্তু বিমানে ওঠার মূহূর্তে ধরা পড়েছেন তারা। আজ সকালে এই দুই নারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। এদের একজনের বয়স ৫৮ বছর, অন্য জনের বয়স ৬৩ বছর।

তারা ওমরাহ পালনের কথা বলে সৌদি আরব যেতে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। এ কথা জানিয়েছেন, এসবির ঢাকা নগর জোনের এসআই জাহিদ হাসান । তিনি গণমাধ্যমকে বলেন, বিমানে উঠার আগে তাদের আচরণে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসা করলে তারা অসংলগ্ন কথা বলে। তখন তাদের গ্রেপ্তার করা হয়।

জাহিদ হাসান জানান, তারা ধারনা করছেন, এই দুই নারীর সঙ্গে কোনো দালাল ছিল, যে কৌশলে সটকে পড়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, গত মাসের মাঝামাঝিতে ঢাকা থেকে দুই নারীর পাসপোর্ট করা হয়, তাতে একজনের বাড়ি চট্টগ্রাম এবং অন্যজনের বাড়ি নারায়ণগঞ্জ দেখানো হয়েছে।

স্বদেশে নিপীড়নের শিকার হয়ে ১০ লাখের বেশি মিয়ানমারের রোহিঙ্গা এখন বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে রয়েছে। তাদের ছড়িয়ে পড়া ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হলেও মাঝেমধ্যেই বাইরে  আটকের ঘটনা ঘটছে।

রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নেয়া ঠেকাতেও নানা পদক্ষেপের কথা বলা হচ্ছে, কিন্তু সেখানেও গলদ স্পষ্ট করে দিল এই দুই নারীর আটক হওয়ার ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here