বাগেরহাটে গাছ ভেঙ্গে পড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ৩৫ যাত্রী আহত

0
288

খবর৭১ঃ রামপাল উপজেলার গোনাই ব্রিজের কাছে শুক্রবার রাতে ঝড়ে একটি বিশাল আকৃতির গাছ ভেঙ্গে পড়লে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে। আহতদের মধ্যে বাস ও ট্রাকের চালকসহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের রামপাল থানার এসআই প্রবীর বিশ্বাস জানান, শুক্রবার রাত ৯টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-খুলনা জাতীয় মহাসড়কে আকস্মিক ঝড়ে একটি গাছ সড়কের উপর ভেঙ্গে পড়ে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস সড়ক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাসের উপরের অংশ উড়ে গেছে। এতে বাসের চালক মো. রফিক ও ট্রাকের চালকসহ ৩৫ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেলসহ আশপাশের হাসপাতালে পাঠায়।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here