তেজগাঁওয়ে সড়কে গার্মেন্টসকর্মীদের অবস্থান

0
287

খবর৭১ঃ রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে অবস্থান করছেন পোশাকশ্রমিকরা। বেতনভাতা বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ করছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৮টার পর থেকে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের কর্মীরা সাত রাস্তা মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন। পরের সাড়ে ৯টার দিকে পুলিশের অনুরোধে মূল সড়ক থেকে পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরে আরও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা যোগ দিয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাসুদ বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করায় মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে তারা মূল সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here