দুই ভারতীয় বিমান ভূপতিত করেছে পাকিস্তান

0
443

খবর ৭১ঃ নিজেদের আকাশসীমায় দুই ভারতীয় বিমানকে গুলি করে ভূপতিত করার দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে একজন ভারতীয় পাইলটকে আটক করারও দাবি করেছে ইসলামাবাদ।

তারা বলছে, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর সে দেশের বিমান বাহিনীর লোকজন গুলি করে ভারতীয় বিমান দুটিকে ভূপতিত করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর বুধবার সকালে এক বিবৃতিতে এই দাবি করেছেন।

তিনি বলেন, ওই বিমান দুটির একটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এবং অন্যটি জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে। এছাড়া পাক সেনারা একজন পাইলটকে গ্রেপ্তার করেছে বলেও তিনি জানান।

পাকিস্তানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারত। তবে জম্মু-কাশ্মীরের বাদগামে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে বিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে তারা তা জানায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here