শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ছিল, থাকবে

0
435

খবর৭১:১৪ দল ঐক্যবদ্ধ আছে, থাকবে। এ নিয়ে কোনও বিভ্রান্তি ও সংশয়ের সুযোগ নেই।’
মঙ্গলবার (২২ জানুয়ারি) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এ কথা বলেন। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দল একটি আদর্শিক জোট। এটা শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠেছে। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ নির্মূল, রাজনীতি থেকে সাম্প্রদায়িকতা উচ্ছেদও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করার জন্য এর জন্ম হয়েছিল। এসব যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ছিল, থাকবে।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আমরা ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্য লড়াই করেছিলাম। সেই লড়াই করতে গিয়ে আমাদের স্বৈরাচারি শাসনের মুখোমুখি থেকে অধিকার আদায়ের ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হয়েছে। এবারের নির্বাচনে বিপুল বিজয়কে কেন্দ্র করে ১৪ দলের অবস্থান ও স্থিতি নিয়েও নানা ধরনের প্রশ্ন বা বিতর্ক উত্থাপিত হয়েছে। আমার দল খুব স্পষ্টভাবে মনে করে, ২০০৪ সালে যে প্রাসঙ্গিকতায় আমরা ১৪ দল ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই প্রাসঙ্গিকতা এখনও বিদ্যমান এবং সেটাকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ একাংশের কার্যকরি সভাপতি মাইনুদ্দিন খান বাদল, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here