রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর এখনও মিয়ানমার সেনাবাহিনী গণহত্য চালাচ্ছে

0
268

খবর৭১:রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর এখনও মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসমান বুধবার (২৪ অক্টোবর) নিরাপত্তা পরিষদের বৈঠকে এ কথা জানান।

তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে এখনো প্রতিদিন বাংলাদেশে পাড়ি জমাচ্ছেন রোহিঙ্গারা।

মারজুকি বলেন, মিয়ানমার সরকার সার্বভৌমত্ব রক্ষার নামে যেভাবে রোহিঙ্গা হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা কোনভাবেই মেনে নেয়া যায় না।

রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের বিস্তারিত নিরাপত্তা পরিষদের সামনে তুলে ধরে তিনি আরও জানান, কাচিন ও শান রাজ্যেও নির্যাতনের শিকার হচ্ছে সংখ্যালঘুরা।

এসময় তিনি রোহিঙ্গা নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহবান জানান।

এদিকে, জাতিসংঘের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি এসব অভিযোগ প্রত্যাখানের পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় তাদের ওপর চাপ দিলে পরিণতি ভালো হবে না।

এর আগে বুধবার রাশিয়ার সমর্থনে ভোটের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিলের চেষ্টা করে চীন। রাশিয়া, চীন এবং ইথিওপিয়া বৈঠক বাতিলের পক্ষে ভোট দিলেও, এর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্রসহ নয়টি দেশ।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here