নয়াদিল্লিতে বুধবার মারাত্মক বায়ু দূষণ হয়েচে

0
366

খবর৭১: রাজধানী নয়াদিল্লিতে বুধবার তৃতীয় দিনের মতো মারাত্মক বায়ু দূষণ চলছে।

এদিকে দীপাবলী উৎসবের আর মাত্র দুসপ্তাহ বাকী।এ উৎসবকালে দেশটির বায়ু দূষণ সর্বোচ্চ পর্যায়ে থাকে।
রাষ্ট্র পরিচালিত সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফোরকাস্টিং এন্ড রিসার্চ (এসএএফএআর)-এর তথ্য মতে, সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয় ২৪৬।

একিউআই জিরো থেকে ৫০ হলে ভাল, ৫১ থেকে ১শ হলে সন্তোষজনক, ১০১ থেকে ২শ হলে চলনসই, ২০১ থেকে ৩শ হলে খারাপ, ৩০১ থেকে ৪শ খুবই খারাপ এবং ৪০১ থেকে ৫শ মারাত্মক।

গত সোম ও মঙ্গলবারও দিল্লির বায়ুর মান খারাপ অবস্থায় ছিল।

এদিকে দেশটির পরিবেশ দপ্তর এক বিবৃতিতে বলেছে, পরিবেশ মন্ত্রী বায়ূ দূষণ রোধে সকল কর্মকর্তা ও সংস্থাসমূহকে যুদ্ধাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

দেশটির সুপ্রিম কোর্ট মঙ্গলবার দীপাবলী উৎসব চলাকালে আতশবাজি পোড়ানোর ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে।

কোর্টের নির্দেশে বলা হয়েছে, দীপাবলি ও অন্যান্য উৎসবের সময়ে কেবলমাত্র রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত আতশবাজী পোড়ানো যাবে। এছাড়া কেবল সবুজ আতশবাজী বিক্রির অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here