রাজারহাটে, বিদ্যুৎ স্পুষ্ট হয়ে ৩ ব্যক্তির মৃত্যু।

0
265

আরিফুল ইসলাম সুজন( কুড়িগ্রাম প্রতিনিধি) ঃ

কুড়িগ্রামে রাজারহাটে বিদ্যুৎ স্পুস্ট হয়ে দুই দিনে ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। মম্ঙলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রতিরাম কমলওঝা এলাকার আবেদ আলি ব্যাপারীর বাড়ীতে দিন মজুরের কাজ করতে জদ্দি আলম (৪০) গাছের ডাল কাটতে গিয়ে ডাল বিদ্যুৎতের তারে স্পুস্ট হয়ে মারা যায়। এদিকে দুপুর ১ টার দিকে একই ইউপির চাকির পাশার তালুক এলাকার লতিফ (৬০) নামে এক ব্যক্তি জমির আইলে ঘাস কাটতে গিয়ে জমিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের তার ছিরে পড়ে থাকার বিদ্যুৎ স্পুস্ট হয়ে ঘটনাস্হলেই মারা যায়। এলাকা বাসীরা জানায়, চাকির পাশার তালুক হাজী পাড়া এলাকার নুর ইসলাম এর বাড়ি থেকে অবৈধ ভাবে দীর্ঘ দিন ধরে পার্শ্ববতী ফজলুল হকের বাড়িতে বিদ্যুৎতের সংযোগ চলে আসছে। ওই সংযোগের তার ছিড়ে জমিতে পড়ে বিদ্যুৎতায়িত হয়ে যায়, গোটা জমি। অপর দিকে সোমবার ঘড়িয়াল ডাংগা ইউপির বাঘ আছড়া এলকায় দুপুর ১ টার দিকে বিদ্যুৎতের তার ছিড়ে জমিতে পড়ে, গোটা জমি বিদ্যুতায়িত হয়ে যায়। ওই সময় জমির আইলে ঘাস কাটতে গিয়ে রিয়াজ উদ্দিন (৬২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here