ইলিশ-জামদানি অনুপ্রবেশকারী, নাকি শরণার্থী’

0
247

খবর৭১ঃ ভারতের আসাম রাজ্যের নাগরিকপঞ্জী (এনআরসি) ইস্যুতে ফের মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা একবার উদ্বাস্তু হয়ে চলে এসেছেন, তাদের আবারও উদ্বাস্তু করে দেওয়ার চেষ্টা চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রশ্ন তোলেন,‘ইলিশ মাছ অনুপ্রবেশকারী, নাকি শরণার্থী? জামদানি অনুপ্রবেশকারী, নাকি শরণার্থী?’

বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘বাংলার সংস্কৃতি যারা জানেন না, তারা এই সব কথা বলেন। আমি তো সব রাজ্যকেই ভালবাসি।’

তিনি আরও বলেন, ‘বাংলায় কথা বলা তো অপরাধ নয়! বিজেপি এত বাংলা বিদ্বেষী কেন? বাংলা ছাড়া ভারত চলে না।’

আসামের এনআরসি প্রসঙ্গে মমতা নিজের উদাহরণ টেনে জানান, যেভাবে নাগরিকত্ব প্রমাণ করার চেষ্টা হচ্ছে, সেভাবে নাগরিকত্বের প্রমাণ দেওয়া অনেকের পক্ষেই সম্ভব নয়।

তিনি বলেন, ‘আমাকে যদি মায়ের বার্থ সার্টিফিকেট দিতে বলা হয়, আমি দিতে পারব না। মা-বাবার জন্মদিন কবে, জানিই না। মৃত্যুদিনটা জানি।’

অত দিনের পুরনো নথি তার কাছেই নেই, সাধারণ মানুষের কাছে কীভাবে থাকবে? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

আসাম থেকে অনেকেই তার সঙ্গে দেখা করতে চাইছেন, সে রাজ্যের একাধিক সংগঠন তার সঙ্গে কথা বলতে ইচ্ছুক বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবার সঙ্গেই তিনি কথা বলবেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়েছেন। তৃণমূল যে প্রতিনিধি দলটিকে অসমে পাঠিয়েছিল, সেই প্রতিনিধি দলকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠায় সে রাজ্যের প্রশাসন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here