অপহরণের ৬ ঘণ্টা পর সাজেক থেকে ঢাবি ছাত্রী উদ্ধার

0
128

খবর ৭১: রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর বর্ষের ছাত্রী দিপিতা চাকমাকে (২৫) অপহরণ করার ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে প্রশাসন। দিপিতা খাগড়াছড়ি সদরের শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়ক থেকে দিপিতাকে উদ্ধার করা হয়। এর আগে বেলা ১টার দিকে অপহরণের শিকার হন তিনি। এরপর উদ্ধার অভিযানে নামে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, “অপহৃত দিপিতা চাকমাকে সাজেক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে দিপিতা তার বাবা-মায়ের সঙ্গে আছেন। তাদের সাজেক থানায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here